উত্তরবঙ্গের লুপ্তপ্রায় জনজাতি ধীমাল। শিলিগুড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নকশালবাড়িতে ধীমাল বস্তি রয়েছে। এঁরা মূলত দিনমজুরি করেন। কিন্তু লকডাউনের জেরে তাঁদের এখন কাজ বন্ধ। তাই খাদ্য সংকটে ভুগছিল গোটা এলাক। এবার তাঁদের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির এক বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা। নকশালবাড়ির ওই গ্রামে ৭০টি পরিবার রয়েছে।তাঁদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। ধীমালদের পক্ষ গর্জন কুমার মল্লিক জানান, এখানকার ধীমালরা দিনমজুরি করেই জীবনযাপন করেন। অনেকে আবার রিকশা চালান। তাই লকডাউনে এঁরা খুব বিপাকে পড়েছিলেন। এখন রেশন থেকে চাল পাচ্ছেন। কিন্তু ব্যাঙ্ককর্মীদের এই সহযোগিতায় তাঁরা কৃতজ্ঞ।





























































































































