করোনা মোকাবিলায় ফের স্বতন্ত্রভাবে লকডাউনের মেয়াদ বাড়াল তেলেঙ্গানা সরকার। গোটা দেশজুড়ে ১৭ মে পর্যন্ত তৃতীয় পর্যায়ে লকডাউন চলছে, কিন্তু তা শেষ হওয়ার অনেক আগেও ২৯ মে পর্যন্ত লকডাউন বর্ধিত করলো তেলেঙ্গানা সরকার। তেলেঙ্গানায় মন্ত্রিসভায় সর্বসম্মত ভাবে লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও নিজেই এ কথা ঘোষণা করেন।
শুধু লকডাউন নয়, তেলেঙ্গানায় এখন থেকে লকডাউনের সঙ্গে লাগু হয়েছে কারফিউও। মুখ্যমন্ত্রী কে সি রাও ঘোষণা করেছেন, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর থেকে গোটা রাজ্যে কার্ফু বলবৎ থাকবে। শুধু মুদিখান দোকান, খাবার ও অত্যাবশ্যকীণ পণ্যের দোকানগুলি খোলা থাকবে।































































































































