শ্রমিক স্পেশাল ট্রেন: ৮৫% দেবে রেল ও বাকি ১৫% রাজ্য

0
2

লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে তাদের কাছ থেকে ট্রেনভাড়া বাবদ কোনও অর্থ নেবে না রেল। বিতর্ক তৈরি হওয়ার পর সোমবার এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, শ্রমিকদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রশ্নই নেই। শ্রমিক পিছু ট্রেন ভাড়ার টাকার ৮৫ শতাংশ রেলই বহন করবে। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। করোনা সংক্রমণের আশঙ্কা যাতে না থাকে সেজন্য ট্রেন যাত্রার আগে শারীরিক চেক-আপ ও ট্রেনের ভিতরেও সামাজিক দূরত্ববিধি অনুসরণ করা হবে। রেল দফতর জানিয়েছে, আর্থিক ক্ষতি স্বীকার করেও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সমস্ত বন্দোবস্ত করেছে ভারতীয় রেল।