“লকডাউন মানা হচ্ছে না”, অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দলের

0
2

“লকডাউন মানা হচ্ছে না”- উত্তরবঙ্গ সফর শেষ করে দিল্লি ফেরার আগে অভিযোগ করল কেন্দ্রীয় প্রতিনিধি দল। সোমবার, বিমানে ওঠার আগে প্রতিনিধি দলের প্রধান বিনীত যোশী জানান, ” সমতল থেকে পাহাড় সব জায়গাতেই গিয়েছি।এবার আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেব”। সেই রিপোর্টির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র।

কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রধান গুরুত্ব দিয়েছে লকডাউন ঠিকঠাক মানা হচ্ছে কি না সে বিষয়ে। তবে, তাঁদের অভিযোগ, “আমরা দেখেছি লকডাউন মানা হচ্ছে না। সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মানছে না।এমনকী, অনেকে মাস্ক ব্যবহার করছে না। মানুষকে এব্যাপারে সচেতন হতে হবে। কারণ এটা বাড়তে থাকবেই তাই সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করতেই হবে”।
সীমান্ত ঘুরে দেখেছে প্রতিনিধি দল। সেখান ব্যবসা শুরু করার বিষয়ে তাঁদের রিপোর্টে উল্লেখ থাকবে বলে জানান বিনীত যোশী।