ভিডিও বার্তায় রাজ্যপাল বললেন, কালোবাজারিতে রেশন ব্যবস্থা সঙ্কটে

0
2

আবার ট্যুইটারে মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যের রেশন ব্যবস্থাকে সঙ্কটজনক বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একদিকে রেশন ব্যবস্থা নিয়ে কটাক্ষ রাজ্যের সাংবিধানিক প্রধানের, অন্যদিকে বিরোধী দলগুলি সম্বন্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের অনুরোধ। রাজ্যপাল রয়েছেন নিজের মেজাজেই।

লক্ষ্যণীয় বিষয় হলো, এদিন রাজ্যপাল ভিডিও বার্তা ট্যুইট করেন। সেখানে তিনি বলছেন, রাজ্যের রেশন ব্যবস্থা সঙ্কটজনক। কেন্দ্রের প্রকল্পে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ নেই। কেন্দ্রের পাঠানো চাল গরিবদের হাতে তুলে দেওয়া হোক। ধনকড়ের অভিযোগ, কেন্দ্রের পাঠানোর চাল নিয়ে কালোবাজারি হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছি। স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ জানিয়ে রাজ্যপাল বলেন, স্বাস্থ্য ব্যবস্থারও দ্রুত উন্নতি দরকার। বিরোধীরা শকুনের দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যও অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে রাজ্যপাল ভিডিও বার্তায় বলেন। নিশ্চিতভাবে রাজ্য-রাজ্যপাল তরজা স্তিমিত নয়, ক্রমশ বেড়ে চলেছে।

দেখুন কী বললেন রাজ্যপাল…