করোনায় মৃত্যু এবার প্রাক্তন বিচারপতির। লোকপাল সদস্য বিচারপতি একে ত্রিপাঠি নয়াদিল্লির এইমস হাসপাতলে শনিবার রাতে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬২। করণে আক্রান্ত হয়েছিলেন তাঁর কন্যা এবং বাড়ির কাজের কর্মী। যদিও তারা দুজনই সুস্থ হয়ে ফিরেছেন।
বিচারপতি ত্রিপাঠী ছত্রিশগড় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। তিনি ভর্তি পাওয়ার পরেই ক্রমশ অবস্থা খারাপ হচ্ছিল। ভেন্টিলেটরে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে চার সদস্যের যে বিচার বিভাগীয় প্যানেল তৈরি করা হয়েছে বিচারপতি ত্রিপাঠী ছিলেন সেই কমিটির সদস্য।































































































































