“বাংলায় সরকারি দলের চাল চুরি করার অধিকার আছে। দুর্নীতি করার অধিকার আছে। আর বিরোধী দলের বা সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার নেই?প্রতিবাদ করলেই বলছে রেশন বন্ধ করে দেব। রেশন কি কারও পৈতৃক সম্পত্তি? ” এমনই প্রশ্ন তুলে ভাষায় কড়া প্রতিক্রিয়া জানালেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।
সুর চড়িয়ে অধীর চৌধুরী বলেন, “রাজ্যের খাদ্য মন্ত্রীর দফতরের দুর্নীতি সবাই জানে। মুখ্যমন্ত্রীও। সেজন্যই তো অফিসার বদল। খাদ্য বন্টন নয়, এই দফতর দুর্নীতি বন্টনের জন্য বিখ্যাত। এই সরকারের সবচেয়ে অপদার্থ দফতর খাদ্য দফতর। খাদ্যমন্ত্রী সবেতেই ১০ % কাটমানি খান। তাই নাম রেশন মন্ত্ৰী নয়, ১০ % মন্ত্রী”।
এখানেই শেষ নয়। বাংলার মানুষকে সতর্ক করে বহরমপুরের সাংসদ বলেন প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনায় এখন অনেক বেশি চাল দেওয়া হচ্ছে। কিন্তু মানুষের কাছে তা পৌছাচ্ছে না। আর কেন্দ্র স্বর্ণ চাল পাঠাচ্ছে। কিন্তু রাস্তায় সেই গাড়ি আটকে দু’নম্বরি চাল দিয়ে ভালো চাল পাল্টে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন অধীর চৌধুরী।





























































































































