মুখ্যমন্ত্রী বাঁচান, এক অসহায় জাদুশিল্পীর আবেদন

প্রসূন কুমার সিংহ

0
2

শিল্পীবন্ধু মুখ্যমন্ত্রী, আপনার নিকট অসহায় জাদুকরদের পক্ষ থেকে আকুল আবেদন, যারা প্রকৃত অর্থে শুধুমাত্র জাদু দেখিয়ে জীবন নির্ভরশীল, তারা আজ বড়ই অসহায়। কারও কাছে হাত পাতার উপায় তাদের নেই, বেঁচে থাকার অবলম্বনটুকু আজ তাদের নেই। অসহায় গরীব কিন্তু কারও কাছে মাথা নত করে চক্ষুলজ্জার কারণে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। একমাত্র আপনিই পারেন, আমাদের এই অসহায় জাদুকরদের পাশে আপনার ভালোবাসার হাতটি বাড়িয়ে দিতে।

শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমরা যারা প্রফেশনাল জাদুকর, তাদের জাদু প্রদর্শনের মাধ্যমেই সংসার নির্ভর করে। আজ আমরা বড় অসহায়। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের জন্য সাহায্যের হাত বাড়ান। বাঁচান জাদুকরদের, বাঁচান জাদুশিল্পকে। আজ যারা পয়সাওয়ালা জাদুকর, তারা আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। অসহায় গরীব জাদুকরদের জন্য তাদের কী কিছুই করণীয় নেই! এটা খুবই দুঃখজনক।

জাদুকরদের বাঁচান মুখ্যমন্ত্রী । সরকার আমাদের দিকে হাত বাড়াবেন সেই প্রত্যাশা আপনার কাছে থাকলো। আজ অনেক যাদুকর বন্ধু কিন্তু বর্তমানের ভয়াবহ করোনার পরিস্থিতিতে বড়ই অসহায়। দয়া করুন, বাঁচান জাদুকরদের, বাঁচান জাদুশিল্পীদের ।