মুর্শিদাবাদের 39 জন পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানো হল।
বিহারের পাটনা থেকে হেঁটে ফিরছিলেন মুর্শিদাবাদের 39 জন পরিযায়ী শ্রমিক। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ তাঁদের দেখতে পেয়ে আটকে দেয় ঝাড়খন্ড সরকার এবং স্বাস্থ্যবিধি মেনে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয় এই শ্রমিকদের।
পশ্চিমবঙ্গ সরকার ও মুর্শিদাবাদের প্রশাসনের সঙ্গে কথা বলে শুক্রবার স্কুল বাসে করে এই 39 জন পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হয় মুর্শিদাবাদে।
শ্রমিকদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা, জঙ্গিপুর ও ধুলিয়ান এলাকায়। শ্রমিকদের নিয়ে চারটি স্কুল বাস এসে পৌঁছয় বহরমপুর। সেখানেই তাঁদের থার্মাল স্ক্রিনিং করা হয়। তারপর মুর্শিদাবাদের প্রশাসন গাড়ি করে তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয় মুর্শিদাবাদ প্রশাসন।





























































































































