আবার খবরে চার্নক হাসপাতাল। করোনায় আক্রান্ত এবার ১০ স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে রয়েছেন ৫জন নার্সিং স্টাফও। প্রত্যেকেরই নমুনা বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ বের হয় ১০জনের। একসঙ্গে এতজন স্বাস্থ্যকর্মীর একসঙ্গে করোনা আক্রান্ত হওয়া কার্যত বিরল। ফলে হাসপাতালটি ঘিরে ফের অনিশ্চয়তার হাওয়া তৈরি হয়েছে।




























































































































