পিছিয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। চলতি বছর ২ ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। কিন্তু করোনা আবহে পিছিয়ে যেতে চলেছে তার ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিকের স্থগিত হওয়া পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশ করা হবে ফলাফল।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জুন মাসে নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের স্থগিত হওয়া ৩ পরীক্ষা। তারপরই ফল প্রকাশ হবে বলে বোর্ড সূত্রে খবর। অন্যান্য বছর মে মাসের শেষে ফল প্রকাশ করা হয়। তার তুলনায় অনেকটাই পিছিয়ে যাচ্ছে চলতি বছরের ফল প্রকাশ।






























































































































