“কিচ্ছু হারাইনি, সব দিক থেকে লাভ করেছি” ইরফানের মৃত্যুর পর পোস্ট সুতপার

0
2

বড় অসময়ে চলে গেলেন ইরফান। বলিউড অভিনেতার মৃত্যুর পর তাঁর ভক্তদের বারবার মনে হয়েছে একথা। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই থামিয়ে বুধবার চলে গেলেন বলিউডের মকবুল। স্বামীর মৃত্যুর পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুতপা শিকদার। নিজের ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করেন তিনি। যেখানে দু’হাত দিয়ে ইরফানকে আগলে রেখেছেন তাঁর সুদীর্ঘ ৩৫ বছরের সঙ্গিনী।

এই ছবির ক্যাপশনে ইরফান পত্নী লেখেন, “আমি কিচ্ছু হারাইনি, আমি সব দিক থেকে লাভ করেছি।”

সুতপার এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ইরফান এবং সুতপার রসায়ন মন কেড়েছে নেটিজেনদের। ইরফান নিজেও বারবার স্বীকার করেছেন, তাঁর সব শক্তির উৎস স্ত্রী সুতপা শিকদার। জীবনের চড়াই উৎরাই সবই পেরিয়েছেন সুতপার হাত ধরে। গত বছর সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে ইরফান বলেছিলেন, “সুতপাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ২৪ ঘণ্টা আমার পাশে, আমার সঙ্গে ও রয়েছে। বেঁচে থাকার আরও একটা সুযোগ পেলে সেই বেঁচে থাকার একমাত্র কারণ সুতপা।”