লকডাউনের জেরে কর্মীদের বেতন কাটছাঁট করছে রিলায়েন্স গোষ্ঠী

0
4

লকডাউনের জেরে কর্মীদের বেতন কাটছাঁটের কথা ঘোষণা করল রিলায়েন্স গোষ্ঠী । সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানির সিদ্ধান্ত, করোনা সঙ্কটের সময় লকডাউনে আর্থিক টালমাটালে তিনি নিজের বেতনও নেবেন না।
বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরিচালক মন্ডলীর বোর্ড মিটিং ছিল।
গত ৩১ মার্চে শেষ হওয়া ত্রৈমাসিক আর্থিক ফলাফল দেখা হয় এবং অনুমোদন করা হয় এই বৈঠকে। বৈঠকের পরেই
সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, এক্সিকিউটিভ ডিরেক্টর সহ পরিচালকমণ্ডলীর সদস্যরা এবং অন্যান্য বরিষ্ঠ কর্তা ব্যক্তিদের বেতনের ৩০-৫০ শতাংশ কাটছাঁট করা হবে ।  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাইড্রোকার্বন ব্যবসায় নিযুক্ত কর্মীরা যাদের বেতন ১৫ লক্ষ টাকার বেশি তারা ফিক্সড পে-র ১০ শতাংশ কম পাবেন। তবে যাদের বেতন ১৫ লক্ষ টাকার কম তাদের বেতনে কোনও পরিবর্তন হচ্ছে না। এছাড়া পারফরম্যান্স ভিত্তিতে পাওনা বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা আপাতত স্থগিত রাখা হচ্ছে।