করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে চলছে লকডাউন। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সচেতনমূলম প্রচার। কিন্তু কোলে মার্কেট ছিল, কোলে মার্কেটেই। তাই আরও কঠোর হতে হয়েছে প্রশাসনকে।
অবশেষে হুঁশ ফিরল শিয়ালদহের কোলে মার্কেটের। আজ, বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেল কোলে মার্কেটের সেই চেনা ছবিটা উধাও। লকডাউনের প্রভাব এতদিনে পড়েছে সেখানে। সচেতনতা ফিরেছে ক্রেতা-বিক্রেতা উভয়েরই। ভিড় কমেছে কোলে মার্কেটে।
এতদিন পর্যন্ত লকডাউন অমান্য করেই ব্যাপক বাজার-হাট চলেছে। মাস্ক পরা তো দূরের কথা, সামাজিক দূরত্বটুকুও মেনে চলছিলেন না তাঁরা। কারও হাতে ছিল না গ্লাভস।
কিন্তু ছবিটা একেবারে বদলে গেছে। দেদার কেনা-বেচা বন্ধ হয়েছে। সকলে স্বাস্থ্যবিধি মেনেই চলছেন। মুখে মাস্ক পরছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন। কড়া নজরদারি চলছে পুলিশেরও।




























































































































