রাজীবের সঙ্গে এবার আলাপনকে সামনে আনছে রাজ্য

0
3

অবশেষে মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সামনে আনছে রাজ্য।
বৃহস্পতিবার একথা জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেছেন,” আমাদের কাজের চাপ বাড়ছে। এবার কখনও আমি, কখনও স্বরাষ্ট্রসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।” উল্লেখ্য, এতদিন আমলাদের মধ্যে শুধু মুখ্যসচিবই কথা বলতেন। কিন্তু এনিয়ে কথা উঠেছিল আগেই। আলাপনবাবুকে সামনে আনার প্রস্তাব উঠেছিল। এদিন কার্যত তারই প্রতিফলন হল। তবে নবান্ন বলছে এটা শুধু কাজের সুবিধার জন্যই সিদ্ধান্ত।