চন্দনওয়াড়ি শ্মশানে ঋষি কাপুরের শেষকৃত্য

0
2

নশ্বর দেহ হয়ে গেল বিলীন। অভিনেতা ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে। করোনা আবহের মধ্যে বলেই শেষকৃত্যে ছিলেন না বেশি মানুষ। হাতে গুনে ১৫জন। ছিলেন নিতু সিং, আলিয়া ভাট, অনিল আম্বানি, অভিষেক বচ্চন। ঋষির মেয়ে ঋদ্ধিমা দিল্লি থেকে গাড়িতে মুম্বই আসার অনুমতি পান।