ইউজিসি-র নয়া নির্দেশিকা নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?

0
2
ফাইল চিত্র

শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া থেকে সেমেস্টার নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে আমাদের চিঠি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সঙ্গে আমাদের বিষয়গুলি নিয়ে যে কথা হয়েছিল তার অনেকটাই এই চিঠিতে স্থান পেয়েছে।”

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, “ইউজিসি থেকে যে চিঠি সমস্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো হয়েছে তা আমাদের হাতে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছিলেন টার্মিনাল পরীক্ষাগুলোতে পরীক্ষা দিতে হবে সেটাই এখানে বলা হয়েছে।” ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের থেকে এ বিষয়ে তাঁদের মতামত গ্রহণ করা হচ্ছে। মতামত নিয়ে শিক্ষা দফতর কাজ করবে। তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী সমস্ত বিষয়টি বিবেচনা করে শিক্ষা দফতরকে জানালে, মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তার ব্যবস্থা নেওয়া হবে।