মায়ের মৃত্যুর শোক কি ত্বরান্বিত করল ইরফানের মৃত্যু? বলিউড অভিনেতার মৃত্যুর পরে বারবার এই প্রশ্ন উঠছে। মঙ্গলবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ইরফানকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তেও মায়ের নামই বারবার বলতে শোনা গিয়েছিল ইরফানকে। সারারাত দুচোখের পাতা এক করতে পারেননি। অসহ্য যন্ত্রনায় একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। সঙ্গে ছিলেন স্ত্রী সুতপা, দুই ছেলে আয়ান এবং বাবিল। হাসপাতালের বেডে শুয়ে অঝোরে কেঁদে চলেছেন অভিনেতা। শক্ত করে ধরে রয়েছেন স্ত্রীয়ের হাত। বলছেন, “মা আমাকে ডাকছে।” এই কথা বলতে বলতে একসময় শ্বাস বন্ধ হয়ে যায় তাঁর।
হাসপাতালে ব্যালকনিতে সকালে দাঁড়িয়ে চিকিৎসক-নার্সরা। বুঝে গিয়েছেন আর হয়ত করার কিছুই নেই। শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু ইরফান বাঁচতে চেয়েছিলেন। মারণ রোগ তাঁকে থাকতে দেয়নি। ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন। মায়ের মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যেই প্রয়াত হয়েছেন ইরফান খান। শুধুমাত্র স্ত্রী সুতপার জন্যই বারবার বেঁচে থাকতে চেয়েছেন তিনি। রাজস্থানের বাড়িতেই মৃত্যু হয় তাঁর মায়ের। লকডাউন থাকায় শেষ সময় মায়ের কাছে যেতে পারেননি ইরফান। এমনকী মায়ের শেষ যাত্রা দেখেন ভিডিও কলে। সেই শোকই সম্ভবত কুরে কুরে খাচ্ছিল ইরফানকে।




























































































































