ক্যানসার যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন অভিনেতা ইরফান খান। বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র চার দিন আগে অভিনেতার মা জয়পুরে মারা যান। কিন্তু দেশজুড়ে লকডাউন চলায় সেখানে পৌঁছোতে পারেননি ইরফান।২০১৮-এর ১৬ মার্চ, নিজের অসুস্থতার কথা সবাইকে জানান তিনি ।
অভিনয় পেশা হলেও ইরফান কিন্তু দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। ক্রিকেটই খেলতেন, কিন্তু অভিনেতা হয়ে যান। সি কে নায়ুডু টুনার্মেন্টে খেলার সুযোগ পেয়েও পয়সার অভাবে খেলতে পারেননি।
ইরফান এম এ পড়তে পড়তেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার জন্য একটি স্কলারশিপ পান।
মুম্বইতে তাঁর প্রথম চাকরি হয় একজন এসি মেকানিকের। কেউ কেউ বলেন চাকরির প্রথম দিকে তিনি নাকি রাজেশ খান্নার বাড়িতে গিয়েছিলেন এসি সারাতে।
হলিউডের ক্রিস্টোফার নোলানের মতো পরিচালককে ফিরিয়েছিলেন ইরফান। এমনই ছিল তাঁর ব্যক্তিত্ব ।
গ্যাভিন ও’কনার পরিচালিত ‘দ্য ওয়ারিয়র’ নামের একটি ছবি তাঁকে আন্তর্জাতিক মহলে বিখ্যাত করে তোলে।ইরফানের একটা অদ্ভুত স্বপ্ন ছিল। মা’কে স্যুটকেস ভর্তি টাকা দেবেন তিনি, ঠিক যেমন হিন্দি সিনেমায় দেখা যায়।
ইরফান একমাত্র বলিউডি অভিনেতা যিনি দু’টো অস্কার পুরস্কার জেতা ছবির অংশ। ২০০৮-এ ‘স্লামডগ মিলিওনেয়ার’ এবং ২০১২-তে ‘লাইফ অফ পাই’। ২০১১ সালে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য ‘পদ্মশ্রী’ পান ইরফান। তাঁর যখন ক্যানসার ধরা পড়ল, তখন ব্ল্যাকমেলের শুটিং চলছে। জীবন এবং সিনেমা একসঙ্গে মিলে গিয়েছিল আবারও!
একেবারে নির্জনে শুধুমাত্র কাছের লোকেদের চোখের সামনে থেকেই চিরবিদায় নিলেন অভিনেতা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.