লকডাউনের মধ্যে লোন দিচ্ছে এসবিআই। এই সুযোগ শুধুমাত্র এসবিআই গ্রাহকদের জন্য। মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে এই লোন। ব্যাংক জানিয়েছে, লোন নেওয়ার পর গ্রাহকদের ছয় মাস কোনও কিস্তি দিতে হবে না। ইএমআই ছয় মাস পর থেকে শুরু হবে। গ্রাহকদের বার্ষিক ১০.৫০ হারে সুদ দিতে হবে।
কীভাবে পাওয়া যাবে এই লোন?
১. গ্রাহকদের নিজের রেজিস্ট্রার নম্বর দিয়ে অ্যাকাউন্ট নম্বরের শেষ চার সংখ্যা লিখে 567676 ম্যাসেজ পাঠাতে হবে।
২. ম্যাসেজের মাধ্যমেই বলে দেওয়া হবে সংশ্লিষ্ট গ্রাহক এই লোন পাওয়ার যোগ্য কি না।
৩. যোগ্য গ্রাহকদের চারটি প্রসেসে লোন দেওয়া হবে।
৪. এসবিআই এর অ্যাপে Avail Now এ ক্লিক করতে হবে।
৫. সময়সীমা ও টাকার অঙ্ক বাছতে হবে।
৬. রেজিস্ট্রার নম্বরে ওটিপি আসবে, সেটা এন্টার করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
