ত্রাণের মাল চুরি করে বিক্রির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, মঙ্গলবার রাতে অন্ধকারে চাল বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই নেতা। স্থানীয়দের অভিযোগ, ত্রাণ সামগ্রী বিতরণ না করে অন্যত্র বিক্রি করেছিলেন তিনি। মাল ভর্তি গাড়ি আটক করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে যান ডোমকল পুরসভার চেয়ারম্যান। তিনি বলেন, “ত্রাণ সামগ্রী দু দিন আগে দেওয়া হয়েছে কিন্তু এখন বিতরণ হয়নি বলে অভিযোগ পেয়েছি। তবে এটা সেই ত্রাণ সামগ্রী কি না জানা নেই”। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।





























































































































