করোনাকে হার মানিয়ে সুস্থ হয়ে আরও ৩জন ছুটি পেলেন শিলিগুড়ির চ্যাং হাসপাতাল থেকে। মঙ্গলবার সন্ধেয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দু’জন নার্স ও তাঁর মা ছুটি পান। এই মুহূর্তে আরও তিনজন ভর্তি রয়েছেন। তার মধ্যে একজন নার্সের স্বামী ও তাঁর দু বছরের ছেলে ও মালদহের এক ব্যাক্তি। তাঁরা সকলেই ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে, এদিন ছুটি পেয়ে বাড়ি ফিরে যান ওই তিনজন। হাসপাতালের খুব ভালো চিকিৎসা হচ্ছে বলে জানান তাঁরা। লকডাউন মেনে বাড়ি থাকারও আবেদন জানান। নতুন করে আর কেউ পজিটিভ হওয়ার খবর মেলেনি। তবে ডিসানে বেশ কয়েকজন কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁরা সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।






























































































































