‘প্রচেষ্টা’ প্রকল্পের টাকা পেতে আবেদন করতে হবে অন্যভাবে, জানালেন মুখ্যমন্ত্রী

0
2

আপাতত স্থগিত রাখা হল ‘প্রচেষ্টা’ প্রকল্পে আবেদন। সরকারি ভাবে নতুন নির্দেশ না আসা পর্যন্ত আপাতত বন্ধ রাখা হবে ‘প্রচেষ্টা’ প্রকল্পে ফর্ম জমা নেওয়া। ফর্ম জমা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় বিডিও, এসডিও বা পুরসভা দফতরে ভিড় হয়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনলাইনে যাতে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করা যায়, তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়াতে ‘প্রচেষ্টা’ প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার। কার্যত সোমবারই ছিল সেই প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার প্রথম দিন। এ দিনই সশরীরে আবেদনপত্র পেশের সিদ্ধান্ত স্থগিত রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিল অর্থ দফতর।