এবার করোনা পজেটিভ নীতি আয়োগ বিল্ডিং-এর এক কর্মীর

0
2

ভারতে করোনাভাইরাসে সংক্রমিতদের সংখ্যা প্রায় ২৯,৯৭৪। এবারে নীতি ভবনের এক কর্মী কোভিড ১৯ পজিটিভ। সেই কারণে ৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হয়েছে দিল্লিতে অবস্থিত নীতি আয়োগ-এর বিল্ডিং। ওই ব্যক্তির সংস্পর্শে আসা বাকি কর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। সূত্রের খবর, ওই ব্যক্তির সংস্পর্শে আর কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুদিন ধরে চলবে নীতি ভবন স্যানিটাইজেশনের কাজ।

একটি টুইট করে নীতি আয়োগের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘নীতি ভবনে কর্মরত এক কর্মী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সকল ৯টায় কর্তৃপক্ষকে একথা জানানো হয়েছে। নীতি আয়োগ স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করবে। ভবনটি সিল করে দেওয়া হয়েছে।”