হাওড়া টিকিয়াপাড়া সন্ধ্যায় উত্তপ্ত। বিরাট ভিড় সরিয়ে দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। কমপক্ষে ৪জন পুলিশ আহত হন। অবস্থা আয়ত্ত্বে আনতে নামাতে হয় র্যাফ, পুলিশ।
জানা গিয়েছে, বিগত দুদিন ধরেই পুলিশ কঠোর হাতে হটস্পট টিকিয়াপাড়ার লকডাউন রক্ষা করার চেষ্টা চালায়। সকাল থেকে টহলদারি চলছিল। বিকেলের দিকে বেলিলিয়াস রোডে পুলিশ গাড়ি নিয়ে এলাকার ভিড় সরাতে গেলে প্রথমে ইট-পাথর ছুড়ে গাড়ি ভাঙচুর করা হয়। এরপর পুলিশকে আক্রমণ করা হয়। চারজন গুরুতর আহত হন। দুটি থানা থেকে পুলিশ ও র্যাফ আসে। দেখা যায় পুরো রাস্তা জুড়ে এলাকার মানুষ রাস্তায় নেমে পড়েছে। লকডাউনের ছিটেফোঁটা নেই। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়ায় যা ঘটল, তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। কিন্তু এ জিনিস কেন ঘটবে? কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আমি কথা বলব।





























































































































