কুণাল ঘোষ শারীরিক সঙ্কটে। অসহায় পরিবার। তাদের পাশে দাঁড়িয়ে সকলের দৃষ্টি আকর্ষণে এগিয়ে এলেন সাংবাদিক কুণাল ঘোষ। ফেস বুকে তাঁর আবেদন:
একটি জরুরি দৃষ্টি আকর্ষণী
কুণাল ঘোষ। গুরুতর সঙ্কটে। লিউকোমিয়ায় আক্রান্ত। মেডিকেল কলেজে ভর্তি। আর্থিক মদত প্রয়োজন।
কুণালের বয়স 40/42। বাড়ি মানিকতলার কাছে। বাড়িতে মা, স্ত্রী, কন্যা।
ওর সঙ্গে আমার মৌখিক আলাপ ছিল না। বিষয়টা জানার পর আমি সংশ্লিষ্ট ফোন নম্বরে কথা বলি।
বিষয়টি এরকম: দশ বছর ধরে ও ক্যান্সারের সঙ্গে লড়ছে। ফলে খরচও হয়েছে বিপুল। এখন সেই রোগ স্তিমিত। কিন্তু হঠাৎ লিউকোমিয়ায় তীব্রভাবে আক্রান্ত। নার্সিংহোমে সময় ও টাকা দুটোই নষ্ট হওয়ার পর এখন মেডিকেল কলেজ হাসপাতালে অঙ্কোলজি বিভাগে ভর্তি।
কুণালের মা বৃদ্ধা। কন্যা পড়ুয়া। স্ত্রী লড়াই করছেন। কুণাল টাকি বয়েজের ছাত্র। ওর 1994 ব্যাচ সাধ্যমত পাশে আছে। কিন্তু এসবের পরেও এখন বৃহত্তর সমাজের সাহায্য দরকার।
কুণাল ফুটবলপ্রেমী। মোহনবাগান সমর্থক। ময়দানপাগল।
করোনা নয়; এক অন্য বিপদের মুখে চরম সংকটে পরিবার।
আপনি/আপনারা দয়া করে খবর নিন। যদি দেখেন বিষয়টি ঠিক, সাধ্যমত সাহায্য করুন। আমার কাল কথা বলে মনে হয়েছে ওদের পাশে থাকা দরকার। সাধ্যমত থাকব। কিন্তু একা বা কয়েকজনের বিষয় নয়। যদি বেশি সংখ্যক মানুষ কিছুটা করেও সাহায্য দেন, তাহলে ওদের লড়াইতে আমরা সবাই মিলে কিছুটা সাহায্য করতে পারি।































































































































