নিয়মভঙ্গ: ত্রাণের বিলির জন্য তৈরি শাসকদলের প্যান্ডেল ভাঙল পুলিশ

0
4

ত্রাণের বিলির জন্য তৈরি শাসকদলের প্যান্ডেল ভাঙল পুলিশ। অভিযোগ, লকডাউন বিধি ভেঙে ত্রাণ বিলি করার পরিকল্পনা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের সিউড়ির হাটজনবাজারে।
হাটজনবাজার বুথ কমিটির পক্ষ থেকে এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির কারণে যেন কোনও সমস্যা না হয় সেই দিকটি মাথায় রেখেই প্যান্ডেল বাঁধা হচ্ছিল। কিন্তু পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। সেই কারণে পুলিশ গিয়ে ওই প্যান্ডেল খুলে দেয়। এই নিয়ে তৃণমূলের কেন্দুয়া অঞ্চলের সভাপতি শেখ জালালউদ্দিন বলেন, গরিব মানুষের অভাবের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু নিয়ম না জানায় ভুল হয়ে যায়।