প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠক করে মুখ্যমন্ত্রীর ধারণা হয়েছে আরও বেশ কিছুদিন লকডাউন পর্ব চলবে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের সিদ্ধান্ত কেন্দ্রের। এখানে রাজ্যের কিছু করার নেই।
সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, আমরা বোবার মতো বসেছিলাম। টানা তিন ঘণ্টা। বৈঠকে কোনও কিছু বলার ছিল না। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন সারাদিন ধরে রাজ্যের অফিসার, পুলিশ, সচিব, কর্তাদের প্রচুর কাজ আছে। তারা কাজ করবেন না কেন্দ্রের অফিসারদের সঙ্গে ঘুরবেন? এটা ঠিক হচ্ছে না। এটা ঝগড়া, ইগোর সময় নয়। ওরা সাহায্য করুন। ভুল ধরাটা কাজ নয়।





























































































































