ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তাঁর। কিন্তু ভারতীয় বোলার যুজবেন্দ্র চাহালকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়ার কথা বললেন ক্রিস গেইল।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ চাহাল। বাড়িতে বসে বেশি সময় কাটাচ্ছেন ইনস্টাগ্রাম, ফেসবুকে। তাতেই ‘ বিরক্ত ‘ গেইল। ইনস্টাগ্রাম লাইভে তিনি ভারতীয় বোলারকে বলেন, “টিকটককে বলব তোমায় ব্লক করে দিতে। তুমি বিরক্ত করো। সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়া উচিত তোমার। আমি তোমায় ব্লক করে দিচ্ছি। আর তোমার মুখ দেখতে চাই না।”
তবে এই কথা যে গেইল মজার ছলে বলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। করোনার জেরে স্থগিত ও বাতিল হয়েছে একাধিক স্পোর্টস ইভেন্ট। লকডাউনে বাড়িতে বসেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। মাঝেমধ্যে মজার ভিডিও পোস্ট করছেন চাহাল।