লকডাউনের জেরে বন্ধ এশিয়ান হাইওয়ে প্রকল্পের কাজ

0
2

লকডাউনের জের এবার মহাসড়ক প্রকল্পেও। এরাজ্যে এশিয়ান হাইওয়ে টু-প্রকল্পের শেষ পর্যায়ের কাজ আটকে গিয়েছে। অভিযোগ, রাজ্য সরকার কোনও উদ্যোগ না নেওয়ায় কাজ থমকে আছে।

২০১৫ সালে ‘এশিয়ান হাইওয়ে’ তৈরির কাজ শুরু করেছে কেন্দ্র। সার্ক-ভুক্ত নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই সড়ক তৈরির উদ্যোগ নেয় সরকার। কিন্তু করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে কাজ শুরু করতে চাইছে না রাজ্য সরকার। দার্জিলিং জেলা প্রশাসনের বক্তব্য, অত্যাবশ্যক পরিষেবা ছাড়া সব কাজ বন্ধ রয়েছে।এই পরিস্থিতিতে রাস্তার কাজ শুরু করতে গেলে নবান্নের বিশেষ অনুমোদন প্রয়োজন।

এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের দাবি, এশিয়ান হাইওয়ে টু-এর সংশ্লিষ্ট অংশের কাজ বাকি থাকায় মহাসড়ক তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে না। বর্তমানে ছোট সেতু দিয়ে যান চলাচলে দুই প্রতিবেশী দেশের অসুবিধা হচ্ছে। দিল্লির এই মনোভাবে সেতুর কাজ নিয়ে চরম জটিলতার সৃষ্টি হয়েছে। রাজ্য পূর্ত দফতর সূত্রে খবর, জটিলতা কাটাতে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।