করোনা মোকাবিলায় চলছে লকডাউন। আট থেকে আশি, দিনের পর দিন গৃহবন্দি রয়েছেন সকলে। ফলে একঘেয়েমি আসছে। মানসিক চাপ বাড়ছে। তাই সকলকে কিছুটা বিনোদনের জন্য নব্বই দশকের নস্টালজিক রামায়ণ, মহাভারত আগেই চালু করেছিল দূরদর্শন। এবার দূরদর্শনে আসছে ‘শ্রীকৃষ্ণ’।
প্রসার ভারতী সূত্রে খবর, লকডাউনে রামায়ণ ও মহাভারতের পুনরায় সম্প্রচারে জনপ্রিয়তার জেরে এবার শ্রীকৃষ্ণ অনুষ্ঠানও ফের দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে কুড়ি বছর পর ছোট পর্দায় আবার ফিরতে চলেছে এই জনপ্রিয় অনুষ্ঠান। এ বিষয়ে ডিডি ন্যাশনাল চ্যানেল কর্তৃপক্ষ ট্যুইটারে লিখেছে, ‘শ্রীকৃষ্ণ আসছে।’ ভগবান শ্রীকৃষ্ণের জীবনীর উপর তৈরি অনুষ্ঠানটির লেখক এবং পরিচালক রামানন্দ সাগর।

১৯৯৩ সালে অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল ডিডি মেট্রো চ্যানেলে। পরে ১৯৯৬ সাল থেকে তা সম্প্রসারিত হতে শুরু করে ডিডি ন্যাশনাল চ্যানেলে। শ্রীকৃষ্ণ অনুষ্ঠানটিতে প্রাপ্তবয়স্ক কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন সর্বদমন ডি বন্দোপাধ্যায়। আর কিশোর বয়সের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বপ্নীল যোশি। অন্যান্য অভিনেতাদের মধ্যে ছিলেন দীপক দেউলকার, পিঙ্কি পারেখ প্রমূখ।





























































































































