এই ১৮ দেশে ঢুকতেই পারেনি করোনাভাইরাস

0
2

সারাবিশ্বেই কার্যত মারণ ভাইরাস করোনা থাবা বসিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও৷ আমেরিকা থেকে ভারতের সর্বত্র হু হু করে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কিন্তু বিশ্বের এখনও এমন ১৮ টি দেশ আছে যেখানে করোনা পৌঁছতে পারেনি।

যেসব দেশগুলিতে করোনার প্রকোপ নেই সেগুলি হল, স কমোরোস, কিরিবাতি, লেসোথো, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপ, সলোমোন আইল্যান্ডস, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, টোঙ্গা, তুর্কিমিনিস্তান, টুভালু, ভানুয়াতু ও ইয়েমেন।

কী কারণে এই দেশগুলিতে এখনও করোনার প্রকোপ পড়েনি বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা৷

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইসব দেশের অধিকাংশ প্রায় পর্যটকশূন্য এবং ঘনবসতি নেই। দুর্গম ও দ্বীপ রাষ্ট্র হওয়ায় সেখানে বাইরে থেকে লোকজনের যাতায়াত কম। জনসংখ্যা কম হওয়ায় সেখানকার সামাজিক দূরত্ব রক্ষা করা সহজ। তাই করোনার সংক্রমণ ঘটেনি সেই সব দেশে।

তবে এইসব দেশে করোনা একবার প্রবেশ করলে তা ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন কমিশনার কলিন টেকোটঙ্গা। তিনি বলেছেন দেশগুলিতে করনো প্রবেশ করলে ধ্বংসস্তূপে পরিণত হবে।