করোনা বিপর্যয়ে মানুষের পাশে আহিরীটোলা সার্বজনীন কালী পুজোর মহিলা সদস্যরা

0
2

মানুষ মানুষের জন্য – করোনা বিপর্যয়ের সময় এই আপ্তবাক্যটি মাথায় রেখে লকডাউন এর শুরু থেকেই আহিরীটোলা সার্বজনীন কালী পুজোর মহিলা সদস্যারা নিয়ম করে কয়েক হাজার মানুষের অন্নসংস্থান করে চলেছে সাথে চলছে সমিতির চেয়ারম্যান ডাক্তার সমিত রায়ের তত্ত্বাবধানে বিনামূল্যে ওষুধ বন্টন করে চলেছে,তারও উপকারিতা পেয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছে এই আহিরীটোলা কালী পূজা কমিটি যতক্ষণ এই সমস্যা না মিটবে।
উল্লেখ্য,  এটি সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি সংস্থা, যারা টানা এক মাস ধরে প্রতিদিন কিছু না কিছু কাজ নীরবে করে চলেছে।
যোগাযোগ  করতে পারেন: কাজল রায় – 9836914455