লকডাউনের মধ্যেই নয়া মুকুট কলকাতার মাথায়। বিরোধীদের তোপ, কেন্দ্রীয় দলের অভিযোগের পরেও লকডাউন সফলে সেরা ছবি এই শহরের। একটি সর্বভারতীয় সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দেশের বড় শহরগুলিকে পিছনে ফেলে সফল লকডাউন পালনে প্রথমে রয়েছে কলকাতা।
জানা গিয়েছে, সর্বভারতীয় সমীক্ষা সংস্থা টিআরএ করোনাভাইরাস কনজিউমার ইনসাইটস ২০২০ বলে একটি সমীক্ষা চালিয়েছে। কঠোরভাবে লকডাউন পালনের নিরিখে দেশের প্রধান ১৬টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। সমীক্ষা সংস্থা জানিয়েছে, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, আহমেদাবাদ, গুয়াহাটি, কোচির মতো শহরের তুলনায় অনেক কঠোরভাবে লকডাউন হচ্ছে কলকাতায়। এক্ষেত্রে প্রশাসনিক চেষ্টা ও সাধারণ মানুষের সচেতনতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
