কোভিড ১৯: আক্রান্ত ৩ কর্মী, বন্ধ মারওয়াড়ি রিলিফ সোসাইটি

0
2

দুজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মী সহ তিন জনের শরীরে কোভিড ১৯ সংক্রমণ মিলেছে। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হল আমহার্স্ট স্ট্রিটের মারওয়াড়ি রিলিফ সোসাইটি। হাসপাতালে ১৫ জন চিকিৎসক ও নার্সকে ওই হাসপাতালেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার সকালে হাসপাতালের গেটে নোটিশ ঝুলিয়ে জানিয়ে দেওয়া হয়, হাসপাতাল বন্ধ করা হল। হাসপাতাল সূত্রে খবর, যে ৫-৬ জন রোগীর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক তাঁদের ডাক্তাররা গিয়ে দেখে আসবেন। নতুন রোগী ভর্তি করা হবে না। যাঁদের অসুস্থতা তেমন গুরুতর নয়, তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, দুজন নার্সের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পরে তাঁদের রাজারহাটে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।