লকডাউনের মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল হালিশহর। জখম ৩ শিশু। হালিশহর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কবিরাজ পাড়া জলের ট্যাংকের মাঠ সংলগ্ন এলাকায় তিনশিশু জঙ্গলে সামনে খেলার সময় বোমা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ। কৌশিক দাস, ভোম্বল দাস ও দেবজিৎ কুণ্ডু নামে তিন শিশুকে আহত অবস্থায় প্রথমে হালিশহর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ





























































































































