দেশের করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠার হার সন্তোষজনক। সংক্রমণ দ্বিগুণ হওয়ার হারও কমছে। দেশে করোনা টেস্টিং-এর হার বেড়েছে ৩৩ গুণ। করোনা মোকাবিলায় জারি হওয়া জাতীয় লকডাউনের ৩০ তম দিনে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাংবাদিক সম্মেলনে যা উঠে এল:
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২১,৩৯৩। অ্যাকটিভ কেস ১৬,৪৫৪। মৃত্যু ৬৮১। সুস্থ হয়েছেন ৪২৫৮। এখন দেশে করোনায় মৃত্যুর হার ৩.১৮%। সুস্থ হওয়ার হার ১৯.৮৯%। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৪০৯।
এপর্যন্ত সারা দেশে করোনা টেস্টিং হয়েছে ৫ লক্ষ। লকডাউনের ৩০ দিনে টেস্টিং বেড়েছে ৩৩ গুণ।
দেশে মোট ৩৭৭৩ কোভিড হাসপাতাল ও করোনা টেস্টের জন্য ৩২৫ টি ল্যাব কাজ করছে। টার্গেটেড টেস্টিং স্ট্র্যাটেজিতে জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।
গত ১৪ দিনে দেশের ৭৮ টি জেলায় নতুন করে কোনও করোনা কেস হয়নি। এছাড়া টানা ২৮ দিন করোনা সংক্রমণ হয়নি এমন জেলার সংখ্যা ১২।
মহারাষ্ট্রে হটস্পটের সংখ্যা ৩০ দিন পর ১৪ থেকে কমে হয়েছে ৫।
দেশে কোভিড সংক্রমণ ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি যে তিনটি রাজ্যে, সেগুলি হল মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি। করোনায় দেশের মোট মৃত্যুর ৬৬ শতাংশই এই তিন রাজ্যে।





























































































































