লকডাউন শিথিল হলে পরিস্থিতি হবে ভয়াবহ! জানাচ্ছেন বিশেষজ্ঞরা

0
2

দেশ জুড়ে দ্বিতীয় দফায় চলছে লকডাউন। যার মেয়াদ শেষ হবে ৩ মে। লকডাউন শিথিল হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে মত বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের মতে, ভারতের পরিস্থিতি খারাপ হলে ১৯ মে নাগাদ মৃতের সংখ্যা পৌঁছে যেতে পারে ৩৮,২২০তে।আক্রান্তের সংখ্যা পৌঁছে যেতে পারে ৩০ লক্ষে। সেক্ষেত্রে ৭৬ হাজারের বেশি আইসিইউ বেডের প্রয়োজন হতে পারে হাসপাতালগুলিতে।

দেশে তৈরি হয়েছে স্ট্যাটিস্টিকাল মডেল। যার নাম কোভিড ১৯ মেড ইনভেন্টরি। এই মডেল তৈরি করেছে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, আইআইটি বম্বে, আর্মড ফোর্সের মেডিক্যাল কলেজ পুনে। এই কাজে ষুক্ত রয়েছেন ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসর কে বিজয়রাঘবন।

আক্রান্ত ও মৃত্যুর সম্ভাব্য সংখ্যা গণনা করা হয়েছে, ইতালি ও আমেরিকার নিরিখে তৈরি করা হয়েছে। গবেষণায় ৪ সপ্তাহের মৃত্যুর সম্ভাব্য সংখ্যা তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ২৮ এপ্রিল নাগাদ মৃতের সংখ্যা ১০১২। ধাপে ধাপে সংখ্যাটা বাড়তে বাড়তে ১৯ মে পৌঁছে যেতে পারে ৩৮ হাজার ২২০ তে।