দেশমহানগর সোনিয়াকে অপমান, অর্ণবের বিরুদ্ধে নালিশ কলকাতাতেও By EBBS Desk - April 23, 2020 0 2 FacebookTwitterPinterestWhatsApp সোনিয়া গান্ধীকে অপমান করার অভিযোগে এবার কলকাতাতেও সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল। নগরপাল অনুজ শর্মার কাছে চিঠি দিয়েছেন রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক জয়দীপ ভাদুড়ি। তাঁর দাবি, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।