শ্রীরামপুর-ডানকুনির বাসিন্দাদের সম্পূর্ণ “গৃহবন্দি” করল প্রশাসন

0
2

করোনা মোকাবিলায় লকডাউন পালনে  আরও কঠোর হল প্রশাসন। এবার হুগলি জেলার শ্রীরামপুর ও ডানকুনি পুরসভার সমস্ত বাসিন্দাদের ঘর থেকে বেরনো সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। এই দুটি পুরসভার ক্ষেত্রেই বাসিন্দাদের বাইরে বের হওয়া ক্ষেত্রে অতিরিক্ত বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বাসিন্দাদের সঙ্গে প্রশাসন সবরকমের সহযোগিতা করবে।

আজ, বুধবার দুপুরে জেলা প্রশাসনিকস্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাসিন্দাদের বাড়ি বাড়ি প্রয়োজনীয় জিনিস সরকারের পক্ষ পৌঁছে দেওয়া হবে। কিন্তু কোনও অবস্থাতেই বাড়ি থেকে বের হওয়া যাবে না।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকার সমস্ত বাজার বন্ধ করে দেওয়া হবে। মুদিখানার দোকান ও ওষুধের দোকান খোলা রাখা হলেও সেগুলি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে পারবেন বাসিন্দারা।

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ওয়ার্ড ভিত্তিক মুদিখানা ও ওষুধ এই দু‌ই ধরনের দোকানগুলির সময়ও বেঁধে দেওয়া হবে। আগেই শ্রীরামপুর এবং ডানকুনি পুরসভাকে কন্টাইমেন্ট জোনের মধ্যে রেখেছিল প্রশাসন। এবার সেখানে আরও কড়াকড়ি করা হল।