করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ালো এটিকে ফ্যান ফ্র্যাটারনিটি। শহরের রাস্তায় নয়। মানুষকে সাহায্য করতে ফ্যান ক্লাবের সদস্যরা পৌঁছে গিয়েছেন প্রত্যন্ত গ্রামে।
ঘাটাল, তাহিরপুরের মতো জায়গায় ত্রাণ তুলে দিয়েছেন তাঁরা। প্রায় ৪০ পরিবার পেয়েছে খাদ্য সামগ্রী। এটিকের ফ্যান্স ক্লাব এটিকেএফএফ-এর সদস্য সংখ্যা প্রায় ৫ হাজার। সদস্যরা নিজেদের উদ্যোগে ফান্ড তৈরি করছে। তাঁদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছেন প্রবীর দাস এবং সঞ্জয় সেনরা। ১০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন সঞ্জয় সেন।
ঘাটাল ছাড়াও কলিয়াচক, শান্তিপুর, দমদম, মুকুন্দপুরের মতো জায়গাগুলোতেও সদস্যদের মাধ্যমে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়া হবে। এটিকেএফএফ-এর পক্ষ থেকে আবির সাহা জানান, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামে কমিউনিটি কিচেন খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন থানার সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।