মোবাইল থেকে সংক্রমণ! করোনা হাসপাতালে বন্ধ হতে পারে মোবাইল ব্যবহার

0
2

করোনা হাসপাতালে বন্ধ হতে চলেছে মোবাইল ফোনের ব্যবহার। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমেও সংক্রমণের বাড়তে পারে। এই ভাবনা থেকেই হাসপাতালের অন্দরে বন্ধ হতে পারে মোবাইলের ব্যবহার। ইতিমধ্যেই জেলাশাসক, সিএমওএইচ ও করোনা হাসপাতালগুলির দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ব্যবহারের মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে। তাই নিয়ন্ত্রণ আনতে হবে মোবাইল ব্যবহারে। ফলে করোনা হাসপাতালগুলিতে মোবাইল ব্যবহার বন্ধ করা হতে পারে। চিকিৎসক, হাসপাতালের কর্মী থেকে রোগীর আত্মীয়রা কেউ ব্যবহার করতে পারবেন না মোবাইল। হাসপাতালে ঢোকার আগে গেটে মোবাইল জমা দিতে হবে রোগীর আত্মীয়দের। পরিবর্তে তাঁদের একটি কুপন দেওয়া হবে। হাসপাতাল থেকে বেরনোর সময়ে ওই কুপন দেখিয়ে মোবাইল ফেরত নিতে হবে।

হাসপাতালের মধ্যে যোগাযোগের জন্য প্রত্যেক ওয়ার্ডে ইন্টারকমের ব্যবস্থা করা হবে। পাশাপাশি থাকবে ল্যান্ডলাইন ফোনের সুবিধা। কন্ট্রোল রুমের একটি নির্দিষ্ট নম্বর অথবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নম্বর দেওয়া থাকবে রোগীর আত্মীয়দের। তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে হাসপাতালের সঙ্গে রোগী ও তাঁদের আত্মীয়দের যোগাযোগের বিষয়টি সুনিশ্চিত করা হবে। তবেই বাস্তবায়িত হবে এই সিদ্ধান্ত।