আব্রামকে বিয়ে দিচ্ছেন শাহরুখ? কী বলছেন অভিনেতা

0
4

এই লকডাউনের মাঝে ভালোই সময় কাটছে বলিউডের কিং খানের। তিনি ভীষণ সক্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে। সেখানে উঠে আসছে অনেক রকম প্রশ্ন। একের পর এক প্রশ্নের জবাবও দিচ্ছেন তিনি। এবারে সেখানে শাহরুখ খানের ছোট ছেলে আব্রামকে বিয়ে করতে চেয়ে প্রস্তাব এল। এক ব্যক্তি সেখানে তার ছোট্ট ভাইজির ছবি দিয়ে লেখেন, ” স্যার, আমার ভাইঝি বেদিকার আব্রামকে খুব পছন্দ। ও কি আব্রামকে বিয়ে করতে পারে? গত মাসে ওর বয়স এক বছর হয়েছে। যদি আপনি ওকে আশীর্বাদ করেন তাহলে খুব ভালো লাগবে।” এই প্রশ্নের উত্তরে বলিউডের বাদশা বলেন, “ও খুবই সুন্দর, ঈশ্বরকে আশীর্বাদ করুন।”

তবে এখানেই শেষ নয়। শাহরুখ আরও প্রশ্নের উত্তর দিয়েছেন। আরেক ব্যাক্তির প্রশ্ন ছিল, “মার্টিন স্কোরসেজি নাকি ক্রিস্টোফার নোলান? কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবেন?” শাহরুখের জবাব, দুজনেই অসাধারণ পরিচালক, দুজনের সঙ্গে আমার আলাপ হয়েছে। তবে রাজুকে নিজের মনে হয় তাই নয় কি?” এখানে কিং খান রাজকুমার হিরানির কথা বলতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে।

আরও এক ব্যাক্তির প্রশ্ন, “আপনি এত স্মার্ট কী করে হলেন?” তিনি বলেন, “আমি আমার বড় হওয়ার মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের কথা শুনে চলেছি।”

একজন লিখেছেন,” আপনার পরের ছবি দেখার জন্য অনেক ভিড় হবে, কী বলেন!” কিং খানের উত্তর, ” সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ে ভিড় হওয়ার কথা বলোই না। তবে চিন্তা করো না আমরা সবকিছু করব।”

এবার শাহরুখকে খোঁচা মেরে একজন বলে বসেন, ” সলমনের ‘রাধে’ মুক্তি পাচ্ছে, আমির খানের ‘লাল সিং চাড্ডা’, আক্কি প্রচুর ছবি করছে, আর আপনি খালি বাহানা দিয়ে যাচ্ছেন?” এর উত্তরে বাদশা বলেন, “ইয়ার পেহলে আপ, পেহলে আপ-এর চক্করে শেষ হয়ে যাচ্ছি, কী করি বলুন?”

এইভাবে বেশকিছু ব্যক্তিদের প্রশ্নের উত্তর তিনি দেন।