এবার লোকসভার সচিবালয়ের এক কর্মীর করোনা আক্রান্তের খবর মিলল। সোমবার লোকসভার সচিবালয় এবং রাজ্যসভার সচিবালয় খুলেছে। খোলার ২৪ ঘণ্টার মধ্যে সামনে এলো এই খবর। করোনা দাপট অব্যাহত দিল্লিতেও। সচিবালয় আক্রান্তের খবর সামনে আসতে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে সংসদ ভবন চত্বরে।