উহানে গবেষণাগারের তদন্ত নিয়ে ট্রাম্পের মুখের ওপর দরজা বন্ধ করল চিন। দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, চিনের গবেষণাগারে তদন্ত করবে তারা। সেই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে চিনের বিদেশ মন্ত্রক।
চিনের উহানের ভাইরোলজি ইনস্টিটিউটে গবেষণা করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। চিনের বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত চিনও। আমরা ভাইরাসের সঙ্গে মিলে কাজ করছি না।’ এই বার্তা দিয়েই মার্কিন মুলুককে নিজের অবস্থান স্পষ্ট করেছে চিন। আর এতেই পারদ বেশি চড়ল।




























































































































