করোনার মাঝেই সরকারি কর্মীদের জন্য সুখবর জানাল রাজ্য সরকার।
যদিও ২০ এপ্রিল থেকে ধীরে ধীরে কিছু সরকারি দফতর খুলেছে । আর এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর।রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ।
অর্থ দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত তা জমা করা যাবে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী গ্রুপ ডি বাদে রাজ্য সরকারি কর্মীদের এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসেব জমা দিতে হয়। কিন্তু, এবছর করোনার ফলে লকডাউনের জেরে বন্ধ অফিস। তাই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।





























































































































