দিন চারেক আগে করোনা সংক্রমণ ধরা পড়েছে দিল্লির রাষ্ট্রপতি ভবনে কর্মরত এক সাফাই কর্মীর। এরপরই তড়িঘড়ি রাষ্ট্রপতি ভবনের প্রায় ১০০ কর্মীকে পাঠানো হল কোয়ারান্টিনে। বিভিন্ন সময়ে এঁরা ওই করোনা আক্রান্ত কর্মীর সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের এক আধিকারিক ও তাঁর পরিবার হোম-কোয়ারান্টিনে রয়েছেন। বাকিদের পাঠানো হয়েছে মধ্য দিল্লির এক কোয়ারান্টিন সেন্টারে।































































































































