প্রয়াত যোগী আদিত্যনাথের বাবা, শেষকৃত্যে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী

0
2

প্রয়াত হলেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাবা। তাঁর বাবা আনন্দ কুমার বিশতের বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার এই মৃত্যুর সংবাদ জানান সংশ্লিষ্ট রাজ্যের এক আমলা।

গত মাসে কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর উত্তরাখণ্ডের পৌরি জেলার বাড়িতে।

এদিন করোনা নিয়ে বৈঠক চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু লকডাউনের জন্য বাবার সৎকারে যেতে পারছেন না বলে নিজেই জানালেন আদিত্যনাথ। তিনি বলেন, “বাবা আমায় নিঃস্বার্থ, কর্মঠ এবং বিশ্বাসী হওয়ার শিক্ষা দিয়েছেন। তাঁর শেষ সময় পাশে থাকতে চেয়েছিলাম। কিন্তু তা সম্ভব হলো না। সামাজিক দূরত্ব বজায় রেখে সৎকারের কাজ করবে আমার পরিবার।”