কোকাকোলার বেআইনি কীর্তি! ৩০০ কর্মীর চাকরি বাঁচাল সিটু

0
2

৩০০ কর্মীকে কর্মচ্যুত করার চক্রান্ত বানচাল করে দিল সিটু। ডানকুনির কাছে দুর্গাপুর হাইওয়ের উপর বেঙ্গল বেভারেজ প্রাইভেট লিমিটেড সংস্থাটি রয়েছে। এখানেই ওই কর্মীরা কাজ করতেন। এদের পদ হরাইজন্টাল এক্সিকিউটিভ।এই কর্মীদের কোম্পানির বিক্রি বাড়ানোই মূল কাজ।

গত বৃহস্পতিবার রাতে একটি ই-মেল করে কোম্পানির পক্ষে ৩০০ জনকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ অবশ্য কর্মীরা মানেননি। যোগাযোগ করেন সিটু নেতাদের সঙ্গে এবং তাদের হস্তক্ষেপ চান। সিটুর পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। এই যৌথ জাঁতাকলের চাপেই আপাতত ছাঁটাই বন্ধ করা গিয়েছে। সংস্থাটি বহুজাতিক কোকাকোলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করে। লকডাউনের কারণে কোম্পানির বরাত কমে যাওয়ার কারণে এই পদক্ষেপ করা হয়েছিল। সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ জানান, কেন্দ্র ও রাজ্য ইতিমধ্যে জানিয়েছে সরকারি বা বেসরকারি কোনও সংস্থা যেন ছাঁটাইয়ের পথে না যায় এবং কর্মীদের সবেতন ছুটি দিতে হবে। তা সত্ত্বেও এই পদক্ষেপ করেছিল বহুজাতিক কোম্পানিটি। ছাঁটাই না করে পদত্যাগ করতে বলা হয়েছিল। নইলে সংস্থাটি ২০০৫-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের দায়ে পড়ত। যদিও চক্রান্ত সফল হয়নি।