কলকাতা মেডিক্যাল কলেজের তিন চিকিৎসক পজিটিভ

0
2

চিকিৎসা করতে গিয়ে ফের করোনা সংক্রমণ চিকিৎসকদের। এবার ঘটনাস্থল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মারণ ভাইরাস আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের ৩ চিকিৎ‍সক৷ পাশাপাশি, কোভিড 19 আক্রান্ত দু’জন রোগীও। সূত্রের খবর, তাঁদের সংস্পর্শে যাঁরা গিয়েছিলেন তাঁদেরও কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

যে তিনজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে একজন কোয়ারেন্টাইন ওয়ার্ডে কর্মরত ছিলেন৷
বাকি দুজনের মধ্যে একজন মহিলা চিকিৎসক রয়েছেন। তাঁরা

মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন। তাঁদের বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে৷ কীভাবে তাঁরা করোনা আক্রান্ত হলেন সে বিষয়ে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া যে 2জন রোগী করোনা আক্রান্ত হয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে বারাসত হাসপাতালে৷ আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১২ চিকিৎ‍সককে। মেডিক্যাল কলেজের হস্টেলে থাকেন ওই ১২ জন।

মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে চিকিৎসক ও রোগী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর৷